প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভাল আছেন। আজকে আমরা আপনাদের সামনে সহবাসের নিয়ম নীতি এবং সহবাসের ৩০ টি পদ্ধতি ও মাসআলা সম্পর্কে এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। ইসলামিক পদ্ধতিতে স্বামী স্ত্রীর মিলন কিভাবে করতে হবে ইসলামে এমন কিছু নেই যা আমাদের জীবন যাপনের বাহিরে ইসলামের প্রত্যেকটি অংশকেই অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
কেননা এর মধ্যে আল্লাহপাক অনেক নেয়ামত ও বরকত প্রদান করেছেন আমরা যদি সেগুলোর থেকে বঞ্চিত হই তাহলে আমাদের সন্তানের অথবা আমাদের মিলনের মধ্যে শয়তান এসে সেই মহব্বত ও ভালোবাসা থাকে নষ্ট করে ফেলবে । তাই আজকে আমরা আপনাদেরকে সহবাসের নিয়ম নীতি । সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল সম্পর্কে জানিয়ে দেব ।
সহবাসের নিয়ম নীতি  সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল জেনে নিন
সহবাসের নিয়ম নীতি সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল জেনে নিন

সহবাসের নিয়ম নীতি । সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল জেনে নিন

আমরা অনেকেই সহবাসের নিয়ম নীতি সম্পর্কে জানি তবে এখানে কার্যকরী সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। স্বামী স্ত্রী একটি উত্তম এবং রহমতময় সম্পর্কে এই সম্পর্কটাকে আরো গারো করতে স্বামী স্ত্রী মিলনে সম্মিলিত হয় । আর এই মিলনের ফলে তাদের নতুন প্রজন্মের আহ্বান ঘটে অর্থাৎ তাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় । আল্লাহ পাকের অশেষ রহমতে , আর এই পদ্ধতি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতেই হয়ে থাকে তাই আমাদের স্বামী স্ত্রী মিলনের সঠিক নিয়ম জানতে হবে ।  
 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক বাণী তে আপনাকে স্বাগতম আজ আমরা সহবাসের ৩০টি টি পদ্ধতি ও মাসায়েল সম্পর্কে জানবো । দাম্পত্য জীবনের এসব মাসালার সঙ্গে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান যুক্ত থাকায় এবং আপনাদের অনুরোধ রক্ষার্থে মাসায়েল গুলো প্রকাশ করা হলো –

সহবাসের নিয়ম নীতি- সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল

আপনি যদি এখানে সহবাসের নিয়ম নীতি এবং সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল সম্পর্কে জানেন তাহলে আপনার সহবাসে অনেক সফল হবেন বলে আশা পোষণ করতে পারি। এ লক্ষ্যে যুগশ্রেষ্ঠ আলেমরা স্ত্রীর সঙ্গে শয্যা যাপনের বিশেষ পদ্ধতি ও মাসায়েলের কথা উল্লেখ করেছেন । এমনই ৩০টি টি পদ্ধতি ও মাসালা এই পোস্টটিতে বর্ণনা করা হলো –
  • ১ । সহবাসের নিয়ম নীতি এর মধ্যে স্ত্রীর সঙ্গে শয্যাযাপন শুরু করার আগে নিয়ত সহি করে নেওয়ায় অন্যতম উপায়। অর্থাৎ এই নিয়ত করা যে, এই হালাল পন্থায় যৌন চাহিদা পূরণ করার দ্বারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে । এবং তার দ্বারা কষ্ট সহিংসতা হওয়া যাবে । সওয়াব অর্জন হবে এবং সন্তান লাভ হবে ।
  • আরো পড়ুনঃ দ্রুত বীর্যপাতের ১০০% সমাধান । দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাওয়ার উপায়
  • ২ । কোন শিশু বা পশুর সামনে সহবাস করবেন না ।
  • ৩ । পর্দা ঘেরা এস্তানে শয্যাযাপন করা উচিত , তবে স্বামী ও স্ত্রীর মধ্যে পর্দা নেই । তাদের জন্য সহবাসের সময় বস্ত্রহীন হওয়া জায়েজ আছে ।
  • ৪ । সহবাস শুরু করার আগে চুম্বন, ইস্তন-মর্দন ইত্যাদি করা ।
  • ৫ । বীর্য ইত্যাদি মোসার জন্য এক টুকরা কাপড় বা টিস্যু রাখা ।
  • ৬ । শয্যাযাপনের আগে বিসমিল্লাহ বলা ।
  • ৭ । আল্লাহর কাছে ইবলিশ শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়া , এক্ষেত্রে এই দোয়া পড়া – দোয়ার অর্থ আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন ।
  • ৮ । সহবাস অবস্থায় বেশি কথা না বলা. তবে স্ত্রীর প্রশংসা করা ।
  • ৯ । সহবাস অবস্থায় স্ত্রীর লজ্জা স্থানের দিকে বার বার না তাকানো ।
  • ১০ । বীর্যপাতের সময় দোয়া পরা অর্থ, হে আল্লাহ যে সন্তান আপনি আমাদের দান করবেন , তার মধ্যে শয়তানের কোন অংশ রাখবেন না ।
  • আরো পড়ুনঃ {Working Method} পাইলস এর ফোলা কমানোর ৫টি উপায় বিস্তারিত জানুন
  • ১১ । বীর্যের প্রতি দীর্ঘ দৃষ্টি না দেওয়া
  • ১২ । বীর্যপাতের পরেই স্বামীর নেমে না যাওয়া , বরং স্ত্রীর ওপর অপেক্ষা করা , যেন স্ত্রীও ভালোভাবে তৃপ্তি অনুভব করতে পারে ।
  • ১৩ । সহবাস শেষে প্রস্তাব করে নেওয়া ।
  • ১৪ । সহবাসের পর সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উত্তম , সম্ভব না হলে অন্তত অজু করে নেওয়া উচিত ।
  • ১৫ । স্বপ্নদোষের পর সঙ্গম করতে হলে প্রস্তাব করে নেবে এবং লজ্জা স্থান ধুয়ে নেবে ।
  • আরো পড়ুনঃ পুরুষাঙ্গে কালোজিরার তেল ও রসুন ব্যবহারের সেরা নিয়ম
  • ১৬ । একবার শয্যাযাপনের পর পূর্ণবার লিপ্ত হতে চাইলে লজ্জা ইস্তান ও হাত ধুয়ে নেওয়া ।
  • ১৭ । সহবাসের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম ।
  • ১৮ । জুম্মার দিন স্ত্রীর সঙ্গে শয্যা যাপন করা মুস্তাহাব
  • ১৯ । সহবাসের বিষয়ে কারো সঙ্গে প্রকাশ করা নিষিদ্ধ এটা একদিকে নির্লজ্জতা , অন্যদিকে এতে স্বামী স্ত্রীর হক নষ্ট করা হয় ।
  • ২০ । সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরস্পরের স্বাস্থ্য মানসিকতা, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা উচিত , এটা মানবিকতা ও ভালোবাসার দাবি ।
  • ২১ । ঋতুস্রাব অবস্থায় সহবাস থেকে বিরত থাকা ফরজ ।
  • ২২ । ঋতুস্রা অবস্থায় স্বামীর সঙ্গে একত্রে সয়ন ও একত্রে পানাহার অব্যাহত রাখা সুন্নত ।
  • ২৩ । ঋতুসাব অবস্থায় নামাজ পড়া যাবে না ।
  • ২৪ । ঋতুসাব অবস্থায় নামাজের সময় ওযু করে নামাজের ইস্থানে নামাজ আদায় পরিমান সময় বসে থেকে সুবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরা যায় । যেন ইবাদতের অভ্যাস বজায় থাকে
  • আরো পড়ুনঃপারকিনসন রোগ থেকে মুক্তির উপায় । সেরা কয়েকটি উপায় 2024
  • ২৫ । ঋতুস্রাব অবস্থায় কালেমা দুরূসুরি, ইস্তেগফার আল্লাহর নাম নেওয়া জায়েজ আছে ।
  • ২৬ । গোসল ফরজ হওয়া অবস্থায় মসজিদে গমন করা, কাবা শরীফ তওয়াফ করা, কোরান শরীফ স্পর্শ করা বা তেলাওয়াত করা এবং নামাজ পড়া নিষিদ্ধ তবে দোয়া হিসেবে দোয়ার নিয়তে কোনো আয়াত পড়া যাবে. যেমন দোয়ার নিয়তে রব্বির হামহুমা ইত্যাদি পড়া যাবে ।
  • ২৭ । গোসল ফরজ হওয়া অবস্থায় কালেমা দুরুত শরীফ, জিকির, ইস্তেগফার বা কোন অজুহাত পাঠ করতে নিষেধাজ্ঞা নেই ।
  • ২৮ । গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করা বৈধ ।
  • ২৯। নম্বর ঊনত্রিশ. গোসল ফরজ হওয়া অবস্থায় দ্রুত গোসল করা উচিত , তবে কোন কারণে গোসল করতে বিলম্ব হলে রান্না বান্না করতে আপত্তি নেই ।
  • ৩০ । রোজার মাসে গোসল ফরজ হওয়া অবস্থায় সময়ের স্বল্পতার দরুন গোসল করতে দেরি হলে আগে সেহেরি খেয়ে নেবে এরপর গোসল করে নেবে এতে রোজার কোন ক্ষতি হবে না। 

মহান আল্লাহতালা আমাদের সবাইকে সহবাসের সময় এই মাসালা গুলোর উপর আমল করার তৌফিক দান করুন , আমিন ।

উপসংহার – সহবাসের নিয়ম নীতি । সহবাসের ৩০টি পদ্ধতি ও মাসায়েল জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমরা জানলাম সহবাসের নিয়ম নীতি এবং সহবাসের ৩০ টি পদ্ধতি মাসায়েল সম্পর্কে। ইসলামে খাওয়া-দাওয়া ঘুম বিয়ে বাচ্চাসহ দৈনন্দিন জীবনের প্রতিটা কাজই আল্লাহপাক নির্দিষ্ট কিছু নিয়ম অনুসারে আমাদেরকে পালন করতে বলেছেন তেমনি আমাদের যৌবন চাইতে টাকাও মেটানোর জন্য আমাদের স্ত্রীকে আমাদের জন্য বৈধ করেছেন ।
আবার এমনটা নয় যে আপনার স্ত্রী হল আপনি কোন কিছু না মেনে কোন নিয়ম কানুন নামে নেই তার সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হবেন ইসলামের প্রতিটা কাজেই শিক্ষা এবং প্রতিটা কাজের উপর সুন্নত তরিকা মতো করতে বলেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ তার জীবন যদি আমরা ঘাটাঘাটি করে দেখি তাহলে আমরা দেখতে পারবো ।

তার জীবন সে সবকিছুতেই আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করেছেন তেমনি আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে স্বামী স্ত্রী সহবাসের নিয়ম নীতি এবং সহবাসের সৃষ্টি পদ্ধতি ও মাসাইল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment