(সত্যটা জানুন) গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম বিস্তারিত জানুন

আজকের পোস্ট এর মুল বিষয় হলো গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে। এছাড়াও আজকের পোস্টে আমরা গুগল এডসেন্স একাউন্ট কি, গুগল এডসেন্স একাউন্ট কি, গুগল এডসেন্স পাওয়ার উপায়, গুগল এডসেন্স থেকে আয় করার উপায়, গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কেও আলোচনা করবো।
গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম
গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম
তাহলে চলুন জেনে নেই এডসেন্স সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে।

গুগল এডসেন্স একাউন্ট কি

গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে আমরা একটু পরে জানবো। এখন আমরা জানবো গুগল এডসেন্স একাউন্ট কি তা সম্পর্কে। গুগল এডসেন্স একাউন্ট হলো গুগলের নিজস্ব এর ধরনের প্রোডাক্ট।
ইউটিউবার বা ব্লগ সাইটে গুগল থেকে এড শো করানোর মাধ্যমে টাকা ইনকাম করা হয়। গুগল এডসেন্স হলো এক ধরনের এডভারটাইজিং প্রোগ্রাম যা গুগল কর্তৃক চালিত হয়ে থাকে।

গুগল এডসেন্স এর কাজ কি

গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এখন আমরা গুগল এডসেন্স এর কাজ সম্পর্কে জানার চেষ্টা করবো। গুগল এডসেন্স হলো এক ধরনের বিজ্ঞাপন প্রচার করার প্রোগ্রাম। যেসকল ইউটিউবার বা ব্লগারদের ওয়েবসাইট বা চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকে, গুগল সেই চ্যানেল বা ওয়েবসাইটকে এডসেন্স এপ্রুভাল দিয়ে থাকে।
যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের এড গুগল কর্তৃক বিভিন্ন ওয়েবসাইট বা চ্যানেকে শো করানো হয়। এর মাধ্যমে উক্ত ওয়েবসাইটের মালিক বা চ্যানেলের মালিক টাকা ইনকাম করে থাকে।

গুগল এডসেন্স পাওয়ার উপায়

পরবর্তীতে আমরা গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে জানবো। এখন আমরা জানব গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি করতে হয় তা সম্পর্কে। তাহলে চলুন জেনে নেই দ্রুত এডসেন্স পাওয়ার উপায়গুলো সম্পর্কে। উপায়সমুহ নিম্নরুপঃ
  • প্রথমত দেখে নিতে হবে যে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল এর জন্য এডসেন্স এর আবেদন করা হচ্ছে তা এডসেন্স পাওয়ার যোগ্য কি না।
  • উক্ত ওয়েবসাইট বা ব্লগ এডসেন্স নীতি অনুযায়ী কাস্টোমাইজ করা হয়েছে কি না তা চেক করে নিতে হবে।
  • লো ভ্যালু কন্টেন্ট বা প্রোগ্রাম পলিসি ভায়োলেশন দেখালে সেক্ষেত্রে ওয়েবসাইট বা চ্যানেলে থাকা বিভিন্ন তথ্য আরও ইউনিক এবং আপগ্রেড করতে হবে।
  • টপ লেভেল ডোমেইন নিতে হবে। কারন টপ লেভেল ডোমেইন এ খুব সহজে এডসেন্স পাওয়া যায়।
  • ওয়েবসাইট বা চ্যানেলে যে তথ্য প্রকাশিত হবে তা যেন অবশ্যই মোবাইন ফ্রেন্ডলি হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
  • ওয়েবসাইট বা চ্যানেলের ক্ষেত্রে ৫ টি পেজ অবশ্যই যুক্ত করতে হবে। তা হলো- about us, contact us, terms and condition, disclaimer, privacy policy ।
  • উচ্চমানের কন্টেন্ট ওয়েবসাইট বা চ্যানেলে প্রকাশ করতে হবে।
  • ওয়েবসাইট এর ক্ষেত্রে ২৫ টি পোস্ট থাকতে হবে।
  • অন্যের লিখা কপি করা যাবে না।
  • অন্যের ব্যবহার করা ছবি ব্যবহার করা যাবে না।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

আমরা পরবর্তীতে গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে জানবো। এখন আমরা জানবো গুগল এডসেন্স কিভাবে তৈরি করতে হয় তা সম্পর্কে। একটি ওয়েবসাইট বা চ্যানেলে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ ভিজিটর আসা শুরু করলে তখন আমরা এডসেন্স
এর জন্য একাউন্ট তৈরি করতে পারি। এছাড়াও যখন আমাদের ডোমেইন এর বয়স ২ মাস হয়ে থাকে, তখন এডসেন্স এর জন্য আবেদন করা যেতে পারে। এডসেন্স একাউন্ট এর জন্য কিছু ধাপ বা নিয়ম অনুসরন করতে হয়। এখন আমরা সেই ধাপগুলো সম্পর্কে জানবো। ধাপগুলো নিম্নরুপঃ
  • প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।
  • জিমেইল একাউন্ট দিতে হবে।
  • ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে।
  • সঠিক ঠিকানা দিতে হবে।
  • নির্দিষ্ট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল এর লিংক দিতে হবে।

গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে আমরা পরে জানব। এখন আমরা জানবো এডসেন্স থেকে কি কি উপায়ে আয় করা যায় তা সম্পর্কে। এডসেন্স থেকে আয় করার জন্য আমাদের তিন ধরনের একাউন্ট বা ওয়েবসাইট এর প্রয়োজন হবে। ওয়েবসাইট গুলো হলো-
  • ব্লগ ওয়েবসাইট
  • ফোরাম ওয়েবসাইট
  • ফ্রি অনলাইন টুলস এর ওয়েবসাইট
এখন চলুন জেনে নেই এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় তা সম্পর্কে। উপায়গুলো নিম্নে উল্লেখ করা হলো।
  • প্রথমত ভালো মানের ওয়েবসাইট তৈরি করা। সেই ওয়েবসাইটে উন্নত মানের ব্লগ বা কনটেন্ট প্রকাশ করা এবং নিয়মিত সময় দেওয়া।
  • যেসকল আর্টিকেল পাঠকরা পড়তে বেশি আগ্রহবোধ করে সেই সকল আর্টিকেল লেখা এবং সুন্দর ও সাবলীল ভাষায় লেখার চেষ্টা করা। যেন পাঠকদের পড়তে কোনো প্রকার অসুবিধা না হয়।
  • ওয়েবসাইটে ভিজিটর আসলে তবেই ওয়েবসাইট গ্রো হবে পাশাপাশি ইনকাম করা যাবে। তাই যেকোনো মুল্যে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে হবে।
  • কনটেন্ট বা ব্লগ এর জন্য বেস্ট কীওয়ার্ড নির্বাচন করতে হবে। একজন ব্যক্তি কি চাচ্ছে তার ওপর নির্ভর করে কীওয়ার্ড নির্বাচন করতে হবে।
  • সবসময় গুগল এডসেন্স নীতি অনুসরন করে ওয়েবসাইট এর পোস্ট পাবলিশ থেকে শুরু করে কাজ করা।

গুগল এডসেন্স থেকে টাকা আয়

পরবর্তীতে আমরা গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম তা সম্পর্কে আলোচনা করবো। এখন আমরা জানব গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা উপার্জন হয় তা সম্পর্কে। একটি ওয়েবসাইটে কি পরিমান ভিজিটর আসছে তার ওপর নির্ভর করে টাকা ইনকাম হয়ে থাকে।
যদি ভিজিটর এর পরিমান বেশি হয় তবে অনেক বেশি টাকা ইনকাম হবে। কম ভিজিটর আসলে কম টাকা ইনকাম হবে। আর গুগল এডসেন্স এ যখন ১০০ ডলার হয়ে যায় তখন গুগল ব্যাংক আকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দেয়।

গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম

আমরা যারা গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে। এইক্ষেত্রে আমাদের চ্যানেলে বা ওয়েবসাইটে গুগল কর্তৃক এড শো করানো হয়।
নরমালি দেখে মনে হতে পারে গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল। কিন্তু আসলে এই বিষয়টি মোটেও সঠিক না। গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তা পুরোটাই হারাম।

লেখকের মন্তব্য

আজকের পোস্ট থেকে আমরা গুগল এডসেন্স থেকে ইনকাম হালাল না হারাম, গুগল এডসেন্স একাউন্ট কি, গুগল এডসেন্স একাউন্ট কি, গুগল এডসেন্স পাওয়ার উপায়, গুগল এডসেন্স থেকে আয় করার উপায়, গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি।
আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। এই ধরনের মূল্যবান তথ্যসমৃদ্ধ পোস্ট প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। প্রতিনিয়ত পোস্ট পড়তে ওয়েবসাইট ফলোও করুন এবং সবসময় আপডেট থাকুন।

Leave a Reply