আজকের পোস্টের মুল বিষয় হলো অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে। এছাড়াও আমরা অনলাইনে কিভাবে জিপিএফ এর হিসাব দেখতে হয় বা দেখার নিয়ম সম্পর্কেও আলোচনা করবো।

অনলাইনে জিপিএফ হিসাব  জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম 2024
অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম 2024

তাহলে চলুন জেনে নেই অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

পরবর্তীতে আমরা অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে জানবো। এখন চলুন জেনে নেই জিপিএফ এর হিসাব কিভাবে করতে হয় তা সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই সরকারি চাকুরি করে থাকেন। 

যারা সরকারি চাকরি করেন তারা জানবেন যে চাকরি চলাকালীন অবস্থায় প্রতিমাসে বেতন দেওয়া হয়। এর পাশাপাশি একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি থেকে অব্যহতি নিবে তার পরবর্তী সময়ে তাকে পেনশন দেওয়া হয়। এই পেনশন এবং জিপিএফ প্রায় একই বিষয়। 

আরও পড়ুনঃ ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা 

জিপিএফ এর পূর্ণরূপ হলো জেনারেল প্রফিডেন্ট ফান্ড। এই ফান্ডে একজন সরকারি কর্মচারী তাদের বেতনের অংশ থেকে টাকা রাখতে পারবে। যা প্রতি বছর সময় বাড়ার সাথে সাথে এই টাকার সুদ বাড়তে থাকে। অর্থাৎ আপনি যে পরিমান টাকা এই ফান্ডে রাখবেন ২-৩ বছর পর তার দ্বিগুন অথবা তিনগুন টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। 

জিপিএফ ফান্ডে টাকা রাখার পাশাপাশি টাকা লোন নেওয়া যায়। অনেকেই আছেন যারা চাকরিতে থাকা অবস্থায় বাড়ি তৈরি শুরু করেন, গাড়ি কেনার কথা ভাবেন বা ব্যবসার জন্য টাকা প্রয়োজন হয়। এই অবস্থায় একজন ব্যক্তি এই জিপিএফ ফান্ড থেকে টাকা লোন নিতে পারবে।

কিন্তু এই টাকার প্রতি বছর মুল টাকার সাথে সাথে সুদ প্রদান করতে হয়। এখন চলুন জেনে নেই অনলাইনে জিপিএফ এর হিসাব কিভাবে দেখতে হয় তা সম্পর্কে। নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় বিষয়বস্তু

  • পিসি বা স্মার্ট ফোন
  • ইন্টারনেট কানেকশন
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর
  • ফোন নম্বর

আরও পড়ুনঃ আপডেটেড নিয়মে কর্মসংস্থান ব্যাংক লোন পাওয়ার উপায় 2024

হিসাব দেখার নিয়মঃ

  • প্রথমে www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এবার জিপিএফ ইনফরমেশন লেখায় ক্লিক করতে হবে।
  • আবার জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
  • মোবাইলে নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে।
  • ভেরিফিকেশন কোড দিলে জিপিএফ ব্যালেন্স দেখা যাবে।

অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

অনলাইনে আমরা জিপিএফ ব্যালেন্স দেখার জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে। যা নিম্নে উল্লেখ করা হলো।

  • প্রথমত আপনার একটি পূর্বে খোলা জিপিএফ একাউন্ট থাকতে হবে। তা না হলে আপনি জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন না।
  • আপনার পিসি বা মোবাইল ফোন প্রয়োজন হবে।
  • ইন্টারনেট এর কানেকশন থাকতে হবে।
  • এবার জিপিএফ ব্যালেন্স দেখার জন্য www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এবার আপনার সামনে একটি ইন্টারফেজ দেখা যাবে। এখানে জিপিএফ ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করলে নতুন একটি ইন্টারফেজ দেখা যাবে। এইখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং ফোন নম্বর দিতে সাবমিট এ ক্লিক করতে হবে।
  • এবার ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। যা ভেরিফিকেশন অপশনে বসাতে হবে।
  • ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার জিপিএফ একাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনার ব্যালেন্স দেখা যাবে।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে ও কত টাকা লাগে?

উক্তভাবে জিপিএফ একাউন্ট দেখা যায়। এছাড়াও জিপিএফ একাউন্ট দেখা বা হিসাব করার জন্য জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। এতে আপনি কত টাকায় কত সুদ বা টোটাল মুনাফার টাকা হিসাব করতে পারবেন।

লেখকের মন্তব্য – অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

আজকের পোস্ট থেকে আমরা অনলাইনে জিপিএফ হিসাব জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম, অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি। আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। 

আমরা এই ধরনের পোস্ট প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। নিয়মিত পোস্ট পড়তে ওয়েবসাইট ফলোও করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment